রোডম্যাপ জানতে এএফসির কাছে চিঠি পাঠাল মোহনবাগান

Mohun Bagan sends a letter to AFC asking about the roadmap .


কলকাতা : আইএস‌এল এবং আই-লিগ এর সংযুক্তি করনের রোডম্যাপ জানতে এএফসির কাছে চিঠি পাঠাল মোহনবাগান । ২০১৭ সালে ঠিক হয় যে এএফসি দুটি লিগ মিলিয়ে একটি লিগ করার রোডম্যাপ তৈরি করবে । সেই মতো এএফসির প্রতিনিধিরা ভারতের বিভিন্ন ক্লাব ঘুরে দেখেন এবং ফেডারেশনকে চিঠি পাঠান । কিন্তু ফেডারেশন‌ এখনো সেই রোডম্যাপ প্রকাশ করেননি । তাতে কি আছে যা ফেডারেশন ছাড়া জানে কোনো ক্লাব‌ই ।

মোহনবাগান , ইস্ট বেঙ্গল সহ আটটি ক্লাব একজোট হয়ে আই-লিগ বাঁচাতে উদ্দ্যোগ নিয়ে ফেডারেশন চিঠি দিয়েছিল আগেই । চাপ বাড়াতে এবার মোহনবাগানের চিঠি এএফসিকে ।

বিশেষ খবর : ফুটবল রত্ন পেল সুনীল ছেত্রী

Comments

More News :

কর্মসমিতির সিদ্ধান্ত : সুপার কাপ খেলবে ইস্ট বেঙ্গল