ভারতের নতুন কোচ হতে চান প্রাক্তন ইংল্যান্ড এবং ম্যানচেস্টার সিটির ম্যানেজার
![]() |
Click the image to view it in English |
এএফসি কাপে ভালো খেলার পরই তিনি ভারতীয় দলের প্রসংশা করেছিলেন । এবার তিনি ভারতীয় দলের কোচও হতে চান ।
![]() |
Click the image to view it in English |
এরিকসন তার কোচিং জীবন শুরু করেছিলেন ১৯৭৭ থেকে । তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন । এই সময়ে ইংল্যান্ড ২০০২ এবং ২০০৬ বিশ্বে কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল । তার ইউরো ২০০৪ এর কোয়ার্টার ফাইনালে উঠেও আবার পর্তুগালের কাছে পরাজিত হয় । ২০০৭-০৮ মরশুমে ম্যানচেস্টার সিটি এরিকসনকে কোচ হিসেবে নিয়োগ করে । তিনি লিয়েস্টার সিটি , মেক্সিকো , আইভরি কোস্ট এর মতো দলেও কোচিং করিয়েছেন ।
এএফসি কাপের পর , কিছুটা আশ্চর্যজনক ভাবে স্টিফেন কনস্টেনটাইন কোচের পদ ছেড়ে দেন । এর পর থেকেই ফেডারেশন নতুন কোচ খুঁজতে শুরু করেন ।
সূত্র অনুযায়ী , এএফসি কাপে ভালো খেলার ফলে বিশ্বের অনেক ভালো কোচই ভারতীয় দলকে হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । তবে ফেডারেশন তড়িঘড়ি কোনো কোচ নিয়োগ করতে চাইছে না । তারা কিছুটা সময় নিয়ে এপ্রিলের মধ্যেই নতুন নির্ধারণ করবেন ।
Comments
Post a Comment