নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল
![]() |
East Bengal VS Northeast United Click the image to view it in English |
Tanmoy11 , ৫ই নভেম্বর ২০১৯ : বেঙ্গালুরুর পর ইস্টবেঙ্গল আরও এক আইএসএল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে । ১৬ই নভেম্বর তারা নর্থইস্ট ইউনাইটেড-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ।
ইস্টবেঙ্গল নর্থইস্ট-কে পূর্ণ শক্তির দল নামানোর জন্য অনুরোধ করছে , যাতে ইস্টবেঙ্গল তাদের দলের শক্তি যাচাই করতে পারে । সূত্রের খবর , এই অনুরোধ নর্থইস্ট রাজিও হয়েছে । তবে শোনা যাচ্ছে , ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ান পুরো ৯০ মিনিট না খেললেও একটা অর্ধ খেলতে পারে । এই অর্থে কলাডো , দেবজিৎ-দেরকে পর পর দুটি কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে । প্রথমে বেঙ্গালুরু তারপর নর্থইস্ট চ্যালেঞ্জ এখন তাদের সামনে ।
এদিকে আবার , ডিকা-র পর বৈথাং হাওকিপও অনুশীলনে চোট পেলেন । বরফ কাঁধে মাঠের বাইরে বসে থাকলেও চোট গুরুতর নয় বলেই জানা গেছে ।
৩০শে নভেম্বর আই-লিগ শুরুর আগে ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো তাদের শক্তি ও দূর্বলতা যাচাই করে নিতে চাইছে । তাই তারা আইএসএল দলগুলোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলছে এবং সম্পূর্ণ তৈরি হয়েই আই-লিগ যাত্রা শুরু করতে চাইছে ।
Thank You
Keep Smiling
Comments
Post a Comment