ভিয়েতনামের বিরুদ্ধে ড্র ভারতীয় মহিলা দলের
![]() |
India Women VS Vietnam Women |
ভিয়েতনাম ১ - ১ ভারত
Tanmoy11 , ৭ই নভেম্বর , ২০১৯: বুধবার দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলী ম্যাচে ভিয়েতনামের সাথে ১ - ১ গোলে ড্র করল ভারতীয় মহিলা দল । প্রথমার্ধের ৩৯ মিনিটে থাই থি থাও-এর গোলে এগিয়ে যায় ভিয়েতনাম । রঞ্জনা চানু-র (৫৭) গোলে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ভারত ।
প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ হেরে গিয়েছিল ভারত । সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে এবার ড্র করে আটকে দিল ভিয়েতনামকে ।
প্রসঙ্গত , ফিফা রেঙ্কিং-এ ভারতীয় মহিলা দলের থেকে অনেক এগিয়ে আছে ভিয়েতনাম । ভারতের ফিফা রেঙ্ক ৫৮ , ভিয়েতনামের রেঙ্ক ৩৪ ।
প্রথমার্ধ বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে ব্যর্থ হয় ভারতীয় স্ট্রাইকাররা । ডাংমেয় গ্রেসের একটি দূরন্ত সট্ অল্পের জন্য বাইরে চলে যায় । এরপরই কাউন্টার অ্যাটাকে ওঠে ভিয়েতনাম । কিন্তু অদিতি অসাধারণ দক্ষতায় আটকে দেয় । থাই থি থাও গোল করে বিরতির আগে ১-০ এগিয়ে যায় ভিয়েতনাম ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারত ভিয়েতনামের গোলে আক্রমণ করে ভারত । প্রতিপক্ষের গোলকিপারকে কঠিন পরীক্ষার সামনে ফেলে দেয় সঞ্জু-সুইটি দেবীরা । সুইটি দেবীর একটি দূরন্ত সট্ আটকে দেয় ভিয়েতনাম গোলকিপার ট্রান থি কিম থানহ ।
৫৭ মিনিটে রঞ্জনা চানু ভারতকে সমতায় ফেরান । ক্যাপ্টেন আশালতা দেবী পেনাল্টি বক্সে পাস দিলে রঞ্জনা সেখানে থেকেই গোল করতে ভুল করেননি । শেষের দিকে ভারতের কাছে সুযোগ এলেও গোল করতে পারেনি এবং ম্যাচে ১-১ শেষ হয় ।
Thank You
Keep Smiling
Comments
Post a Comment