সুপার কাপ নিয়ে সংশয় ; ইস্ট বেঙ্গল, মোহনবাগান সহ সাত ক্লাবের প্রত্যাহার
![]() |
Click the image to view it in English |
কলকাতা : চেন্নাই সিটি , ইস্ট বেঙ্গল , মোহনবাগান সহ সাতটি ক্লাব দল তুলে নেওয়ায় সুপার কাপ নিয়ে সংশয় তৈরি হয়েছে ।
গত মাসে আই-লীগ ক্লাবগুলি এক জোট এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লিখিত চিঠি পাঠিয়েছিল । কিন্তু এআইএফএফ এখনও পর্যন্ত নীরব থেকেছে, এমনকি চিঠিটি স্বীকার করেনি এবং তাই এখন আই-লীগ ক্লাবগুলি ক্রোধ প্রকাশ করেছে ।
মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ মঙ্গলবার এআইএফএফকে একটি চিঠিতে বলেন, এআইএফএফ আই-লীগ ক্লাবগুলিকে উপেক্ষা করেছেন। আমাদের উদ্বেগ এবং বিষয়গুলি খেলার বৃহত্তর স্বার্থে গুরুত্ব দেওয়া হয় না । সুপার কাপ চ্যাম্পিয়ন কে কোনো এএফসি টুর্নামেন্টে খেলার সুযোগও নেয় ।
এআইএফএফ জেনারেল সেক্রেটারি কুশল দাস শিকার করেছেন যে তিনি সাতটি ক্লাবের সুপার লিগ বয়কটের চিঠি পেয়েছেন কিন্তু ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে কিছু বলেননি । তবে শোনা যাচ্ছে , সুপার কাপ বাতিলও হতে পারে ।
সূচি অনুযায়ী , 15-16 মার্চ ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে যোগ্যতা অর্জনের ম্যাচ এবং ২৯ মার্চ থেকে সুপার কাপ ২০১৯ এর মূল পর্বের খেলা হবে ।
Comments
Post a Comment