ভারতে আবার হতে চলেছে ফিফা বিশ্বকাপ
![]() |
Click the image to view it in English |
Tanmoy11 : অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের তিন বছর পর ভারতে আবার হতে চলেছে ফিফা বিশ্বকাপ । শুক্রবার ফিফা ঘোষণা করেছে যে , ২০২০ সালে ভারত ফিফা অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করবে।
ফিফা সভাপতি জিয়াননি ইনফ্যান্টিনো বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০২০ সালে ভারত পরবর্তী ইউ -১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করবে"।
ফিফার ঘোষণার পরই , ফেডারেশন টুইট করে জানিয়ে যে , "২০২০ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের হোস্ট হিসাবে ভারতকে নির্বাচন করা হয়েছে বলে আমরা আনন্দিত"।
গত বছর জুলাই মাসে বিডিং প্রক্রিয়া শুরু হওয়ার পর টুর্নামেন্ট হোস্টিংয়ে আগ্রহ প্রকাশ করেছিল মাত্র দুটি দেশ ফ্রান্স ও ভারত । হোস্ট হিসাবে, ভারত বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করবে ।
২০১৭ সালে ফিফা বিশ্বকাপে খেলা ভারতের অনূর্ধ্ব-১৭ দল ছিল ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা ভারতের প্রথম পুরুষ দল । ২০২০ সালে এবার ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দলও প্রথম মহিলা দল হিসেবে বিশ্বকাপ খেলবে ।
অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ আয়োজনের জন্যও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত আগ্রহ প্রকাশ করেছে ।
Comments
Post a Comment