সুপার কাপ জটিলতা নিয়ে ফেডারেশনকে দুষলেন সুনীল ছেত্রী


Tanmoy11 , বেঙ্গালুরু : সুপার কাপ নিয়ে গন্ডগোলের জন্য ফেডারেশন এবং আই-লিগ ক্লাব জোট , দুপক্ষকেই দুষলেন সুনীল ছেত্রী ।

ফেডারেশেনের বিরুদ্ধে ভারত অধিনায়কের অভিযোগ, ‘‘সুপার কাপ শুরুর আগেই ক্লাব জোটের চিঠি নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল ফেডারেশনের। সমস্যার সমাধান করার দরকার ছিল। তা হলে এই পরিস্থিতি তৈরি হত না।’’

 সাথে তিনি ক্লাব জোটের সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন , ‘‘ক্লাবগুলির প্রতিযোগিতা বয়কট করার সিদ্ধান্তও খুবই দুর্ভাগ্যজনক। দুঃখেরও। আমার ফুটবলার জীবনে কখনও এ রকম পরিস্থিতি দেখিনি। ক্লাবগুলির দাবির কিছু যুক্তি নিশ্চয়ই আছে। কিন্তু তা বলে একটা প্রতিযোগিতা বয়কট করা হবে কেন? অন্য রাস্তা খোঁজা উচিত ছিল।’’

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফ সি হচ্ছে একমাত্র ক্লাব যারা দেশের সব খেতাব জিতেছে । এ বছর তারা তাদের অধরা খেতাব আইএসএল‌ও জিতে ফেলেছে । সুনীল ছেত্রীদের এবার লক্ষ্য দ্বিতীয়বার সুপার কাপ জয় করা । কিন্তু সেই সুপার কাপ নিয়েই এখনো ডামাডোল চলছেই । কখনো আই-লিগ ক্লাব জোট নাম তুলে নিচ্ছে আবার কখনো বিভিন্ন শর্ত দিয়ে খেলতে চাইছে । তখন আবার ফেডারেশন বলেছে আই-লিগ ক্লাব ছাড়াই সুপার কাপ হবে । এসব দেখে বিরক্ত ভারতীয় ফুটবলের গোল্ডেন বয় সুনীল ছেত্রী ।

সুপার কাপে বেঙ্গালুরু এফ সির প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে । সে জন্য তারা প্রস্তুতিও নিচ্ছেন জোরকদমে । কিন্তু মোহনবাগান সুপার কাপ বয়কট করে বসে আছে । সুনীল ছেত্রী বললেন , “ কী বিশ্রী অবস্থা! আমরা প্রস্তুতি নিচ্ছি মোহনবাগানকে হারানোর জন্য। আর ওরা শুনছি দলই নামাচ্ছে না। সনি নর্দেরা আবার অনুশীলনও করছে। অথচ খেলার সুযোগ পাবে না ওরা। অদ্ভুত অবস্থা। ফেডারেশন এবং ক্লাবের মাঝে পড়ে ফুটবলাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারাও তো আমাদের মতো মানসিক প্রস্তুতি নিয়েছিলেন খেলার জন্য। আমরাও জিতে পরের পর্বে যেতে চাই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘সুপার কাপই করা হয়েছিল আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির শক্তি যাচাইয়ের জন্য। আই লিগের সাত-আটটা ক্লাবই যদি না খেলে, তা হলে প্রতিযোগিতার লক্ষ্যটাই তো মাটি হয়ে যাবে।’’

আই-লিগ ক্লাব জোটের দাবি দেশে কুড়ি দলের একটাই লিগ হোক । সুনীল এতে আংশিক সমর্থন‌ও করেছেন । তিনি বলেন , “আমি চাই দেশে একটাই লিগ হোক। সেখানে ওঠা, নামা থাকুক। প্রতিযোগিতার নাম যাই হোক, আপত্তি নেই। তবে দশের বেশি দল খেলুক নতুন লিগে। যত বেশি দল খেলবে ততই ভাল। সেটা কুড়ি হতে পারে, সতেরো বা আঠারোও হতে পারে। যাদের যোগ্যতা আছে তারাই খেলার সুযোগ পাক দেশের সেরা লিগে। এতে ফুটবলাররা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে।’’

তবে তিনি চান না আই-লিগের এবং আইএসএলের সব ক্লাব দেশের এক নম্বর লিগে  খেলুক ‌। ক্লাব জোটের বিরোধীতা করে সুনীল বলেন , “আমাদের বেঙ্গালুরু আই লিগ থেকে আইএসএলে গিয়েছে। অনেক মাপকাঠি পূরণ করতে হয়েছে এ জন্য। আই লিগে এখন যে দলগুলি আছে সেই দলগুলির কি সেই মাপকাঠি পূরণের ক্ষমতা আছে? তাই আমি চাই লিগের দল বাড়ুক, কিন্তু তাতে যেন মানের অবনতি না হয়।’’

Comments

More News :

Crystal Palace vs Tottenham , FA Cup 2018-19

Bengaluru FC VS Northeast United FC , ISL 2018-19

ATK vs Jamshedpur Match Preview

Manchester City vs Burnley , FA Cup 2018-19

রোডম্যাপ জানতে এএফসির কাছে চিঠি পাঠাল মোহনবাগান